সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিবৃক্ষপাতায়বেষ্টিত আমাদের বাংলাদেশ
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিবৃক্ষপাতায়বেষ্টিত আমাদের বাংলাদেশ
এই আমার বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদারহন! এটা বাংলাদেশে খোদ রাজধানী ঢাকায়!
হিন্দু ধর্মের অনুসারী হয়েও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মুসলিম ধর্মালম্বীদের দাফনের কাজে নিজেদের সর্ব্বোচ্চ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
বাংলাদেশের হিন্দু মহাজোটের উদ্দ্যেগে এক মুসলিম সম্পদায়ের লাশ এ্যাপোলো হাসপাতাল থেকে এনে মুসলিম ধর্মীয় বিধান মতে দাফনের ব্যবস্থা করেন জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব সাংবাদিক সুজন দে ও হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আমার স্নেহাস্পদ ছোটভাই ডি,কে সমির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লাশ বহন করে আনা থেকে শুরু হয় মাটি খুঁড়ে লাশ দাফন দেওয়া পর্যন্ত নিজে উপস্থিত থেকে তদারকি করছেন সবকিছুর। এরই ধারাবাহিকতায় করোনায় সংক্রমণের ভয়ে যেখানে নিজ পরিবার আর আত্মীয় স্বজন প্রিয়জনের লাশটি পর্যন্ত ছুঁতে কিংবা একনজর দেখতে চাইনা,সেখানে হিন্দু ধর্মালম্বীদের সংগঠন এই মানুষগুলো মহানুভবতা এবং মানবিক মূল্যবোধ সারা বাংলাদেশে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। তদের এই মহৎ কাজের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।