১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার পুলিশের

নিউজ আপডেট
নিউজ আপডেট

স্টাফ রিপোর্ট:

সরকার গত বছর ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তারা বর্তমানে পলাতক এবং সাময়িক বরখাস্ত আছেন। তাদের ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে পদক সংক্রান্ত সব আর্থিক সুবিধা স্থগিত এবং পূর্বে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
১২৫

পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার পুলিশের

আপডেট: ১২:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্ট:

সরকার গত বছর ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তারা বর্তমানে পলাতক এবং সাময়িক বরখাস্ত আছেন। তাদের ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে পদক সংক্রান্ত সব আর্থিক সুবিধা স্থগিত এবং পূর্বে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।