সেনবাগে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে “গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য মো: আব্দুল মান্নান এর আয়োজনে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি সেনবাগ বাজার প্রদক্ষিণ করে সুলতান প্লাজার সামনে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল মান্নান বলেন,
“আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতির প্রতি আস্থাশীল। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাইফুল্লাহ মাসুদ, অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শাহ জালাল মিয়া, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মো: মহিন উদ্দিন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির আহম্মেদ জুলেট সহ প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
















