সেনবাগে দরিদ্র কন্যার বিয়ের সব খরচ বহন করল প্রবাসী কল্যাণ সংস্থা
মো: ফখর উদ্দিন, নোয়াখালী থেকে:
নোয়াখালীর সেনবাগে এক দরিদ্র পিতার অসহায় কন্যার বিয়ের সম্পূর্ণ আয়োজন করেছে মানবিক সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
শুক্রবার (২৫ জুলাই) সেনবাগ পৌর শহরের অর্জুনতলা গ্রামের এক অটোরিকশা চালকের কন্যার বিয়ের আয়োজনটি সম্পন্ন হয়। বিয়ের সব খরচ, বর-কনের পোশাক, সাজসজ্জা, খাবার ও অতিথিদের আপ্যায়নের দায়িত্ব নেয় সংগঠনটি। সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের নেতৃত্বে এবং পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে আয়োজনটি সম্পন্ন হয়।
উক্ত বিয়েতে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালকবৃন্দ—জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী নুর মোহাম্মদ সিআইপি, কাতার প্রবাসী মিজান উদ্দিন, ফ্রান্স প্রবাসী হান্নান, জার্মান প্রবাসী মোরশেদ চৌধুরী, প্রবাসী নিজাম উদ্দিন, নাছির উদ্দিন, হীরন, মো. কামাল উদ্দিন এবং মো. ফারুক।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন, শহিদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি ও ওমর ফারুক সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। বিয়েতে কনের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহযোগিতা না পেলে হয়তো আমাদের মেয়ের বিয়েই দেয়া সম্ভব হতো না। প্রবাসী ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
















