বিনোদন

প্রথমবার ওয়েব সিরিজে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সফল তিনি। এই অভিনেতা প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।

ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি তা দেখাতে চাই। ওয়েব সিরিজ হলেও এটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন।’

তিনি আরও বলেন, ‘এটি আমি পরীক্ষামূলক হিসেবে নিচ্ছি। আশা করছি দর্শক গ্রহণ করবে। তবে সিনেমা আমার রক্তের সাথে মিশে আছে। যত দিন বেঁচে আছি সিনেমা বানাব। আমার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়া।’
ওয়েব সিরিজ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা চাচ্ছি, যুগের সাথে তাল মেলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, বিশ্বের সিনেমাও মুক্তি দেওয়া হয়। আমরা এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজ নির্মাণ করছি সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।’

ওয়েব সিরিজের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণ করেছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button