তিনখানা চৌপদী
–মাইন উদ্দিন আহমেদ
১
ভারতীয় ছবিতে নায়ক যখন
বদগুলারে পিটায়,
করতে কল্পনা উত্তম ভবিষ্যতের
মনের আশা মিটায়।
২
বলাতে যিনি সবচেয়ে সেরা
তারে বলো তুমি অবলা,
যে বাদ্য কখনো বলেনা ‘ত’
সেটা বলো কেনো তবলা!
৩
তোদের জন্য খুলতে বিশ্ব দরোজা
যখন পথ ধরি,
তখনই আমায় বেওকুফের মতো
মারলি পিঠে ছুরি!
***