সোনাতলায় আসন্ন পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন
বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলায় আসন্ন পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন
আগামি ২’রা নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে অংশগ্রহনের লক্ষে দ্বিতীয় দিনে দুইজন মেয়র প্রার্থী সহ সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের অনেকেই মনোনয়ন ফরম উত্তোলন করেছে নির্বাচন অফিস থেকে । মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন, সোনাতলা পৌরসভার বর্তমান মেয়র মোঃ আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর পক্ষে তার ভাই এটিএম রেজাউল করিম মানিক ও সাবেক এমপি মরহুম ডাঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শাকিল রেজা বাবলা।
সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন, ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা মন্ডল, ১নং ওয়ার্ড থেকে মৃত আবদুল কাশেম বেপারীর বড় ছেলে মোঃ হাফিজার রহমান, ৯নং ওয়ার্ড থেকে মোঃ চপল ইসলাম, ২নং ওয়ার্ড থেকে মোঃ নাহিদ হাসান জিতু সহ আরো অনেকে। ৫’ই অক্টোবর মঙ্গলবার দ্বিতিয় দিনে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহন কারিরা তাদের পাঠানো প্রতিনিধি ও অনেকেই নিজেই উপস্থিত হয়ে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এদিকে নির্বাচনে অংশগ্রহনকারীরা তাদের নিজ এলাকার সকল ভোটারদের কাছে দোয়া কামনা করেছেন। সেইসাথে প্রার্থীরা ইতোমধ্যে হালকা ভাবে তাদের প্রচার-প্রচারনা শুরু করেছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, সোনাতলা পৌর এলাকার ১১টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৫২৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪০৪ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ১১৯ জন।