মধুপুরে ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপ্তি
টাঙ্গাইলের মধুপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ে কৃষক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শেষ হয়েছে।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকা এর সহযোগিতায় ও কৃষিসম্প্রসারণ মধুপুরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে ২দিন ব্যাপি এ কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান।
এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়া আক্তার প্রমুখ। প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে বিনা মুল্যে সবজী বীজ বিতরণ করেনন।