গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ তিনি সেন্সরশিপের শিকার। ফ্লোরিডার ফেডারেল আদালতে করা ‘ক্লাশ অ্যাকশন’ মামলাটিতে এই তিন কোম্পানির সিইওকেও বিবাদী করা হয়েছে।
গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর ‘জননিরাপত্তার’ অজুহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ওই তিনিট মাধ্যম থেকে বহিস্কার করা হয় ট্রাম্পকে।
বুধবার ডোনাল্ড ট্রাম্প তার করা মামলাকে ‘বাকস্বাধীনতার খুব সুন্দর অগ্রগতি‘ হিসেবেই উল্লেখ করেন।
নিউ জার্সির বেডমিনিস্টারের গলফ রিসোর্ট থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতিষ্ঠানগুলো এবং ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তারাই তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়য়েছে বলে অভিযোগ তোলেন।
তিনি বলেন, আমরা ছায়া-নিষেধাজ্ঞার অবসান, নীরবতা বন্ধ করা এবং কালো তালিকাভুক্তি, নিষিদ্ধকরণ এবং আপনারা যে বিষয়ে এত ভাল জানেন তা বাতিল করার দাবি জানাচ্ছি।
ওই মামলায় সেন্সরশিপের সমাপ্তি করার জন্য আদালতের আদেশ চাওয়া হয়েছে। ট্রাম্প যোগ করেন, তারা যদি একজন প্রেসিডেন্টের সঙ্গে এমন করতে পারে তা হলে যে কারও সঙ্গেই এমন করতে পারে।