জেলার খবর

উলানিয়া বন্দর কঠোর ভাবে লকডাউন

মিশুক চন্দ্র ভুঁইয়া, জেলা প্রতিনিধি-(পটুয়াখালী)

উলানিয়া বন্দর কঠোর ভাবে লকডাউন

পটুয়াখালী জেলা গলাচিপা থানাধীন উলানিয়া বন্দর আজ শুক্রবার সকালে কঠোর ভাবে লকডাউন দেখলে সবাই অবাক হয়ে যাবেন।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে আজ ৪ -৫ দিনেও কঠোর অবস্থানে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ আরিফ হোসেন এর সাথে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসকগণ,উপজেলা নির্বাহী কর্মকর্তা,আরডিসি, এনডিসিসহ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থেকে শহরের লঞ্চঘাট,ফেরিঘাট,খেয়াঘাট,হাটবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন।

জেলা প্রশাসন পক্ষ থেকে ১৪টি মোবাইল টিম প্রতি টিমে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয় সংক্রমণ রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নিমূল) ,আইন ২০১৮ ইং এর আইনে ২৫/২ ধারায় স্বাস্থ্যবিধি।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলাবাসী যাতে সুস্থ ও নিরাপদে থাকতে পারে সেই লক্ষে আমার টিম বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে। জনগনকে সচেতন করতে মাক্স বিতরণ করা হচ্ছে।

অকারনে বা জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেড়িয়ে এসে এই মহামারীর প্রার্দূভাবকে আরও বৃদ্ধি না করতে পারে সেই জন্য আমরা কাজ করছি এবং পটুয়াখালী জেলা গলাচিপা ও উলানিয়া বাসীর সহযোগিতায় আমরা এই মহামারীকে প্রতিরোধ করতে সক্ষম হবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button