স্বাগতম হে মাহে রমজানুল মোবারক মাহে রমজানের শুভেচ্ছা
স্বাগতম হে মাহে রমজানুল মোবারক ১৩ এপ্রিল রাত এশার জামাত আদায়ের মাধ্যমে তারাবি নামাজ শুরু। সকল ধর্ম প্রাণ মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে একই সারিতে তারাবি নামাজ পড়েন।
ধনী গরিব একাকার হয়ে মিলে মিশে একই সারিতে তারাবি নামাজ আদায় করে। ভোরে সাহরি খেয়ে প্রথম রোযা রাখেন, সকল ধর্ম প্রাণ মুসলমানেরা বুধবার প্রথম রোযা।
মঙ্গলবার রাতে চাঁদ দেখা যায় সমস্ত মসজিদে এলান দেওয়া হয়।
তারাবি নামাজের ঘোষণা করা হয়। সকল ক্লান্তি পেরেসানি মহামারি সব কিছুই কে ছুরে ফেলে একটি শান্তির নিঃশ্বাস এই পবিত্র মাসে রোযা রেখে ৩০ দিন সিয়াম স্বাধনা করে মহান পরম করুণাময় দয়ালু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চায় ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা। দেশে অশুভ শক্তি অশুভ পেতাত্তাদের নজর থেকে দেশের শান্তি জনগণের শান্তি ইসলামের শান্তির জন্য আল্লাহ্ পাকের কাছে প্রার্থনা।
হে আল্লাহ্ আপনি এই করোনা মহামারির রোগ থেকে এবং সকল প্রকার ফেতনাবাজদের থেকে আমাদের রক্ষা করুন রক্ষা করুন।