তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ে শীতে কাঁপছে মানুষ
উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের কারণে পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমশ নিচে নামছে। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত জেলার চারপাশ কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। শীতের তীব্রতায় কাঁপতে শুরু করেছে জেলার মানুষ।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিসের মতে, এ অঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।
পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পৌষ মাস আসার সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে। মাঘ মাসে এখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। শুক্রবার ভোরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিন যত যাবে তাপমাত্রা আরও কমবে।