দলীয় নাম ভাঙ্গিয়ে রুপনগর থানা আওয়ামীলীগ নেতা আখিদ হোসেন সোহেল নামে বে নামে অবৈধ্য ব্যবসা
বিশেষ প্রতিনিধিঃ
দলীয় নাম ভাঙ্গিয়ে রুপনগর থানা আওয়ামীলীগ নেতা আখিদ হোসেন সোহেল নামে বে নামে অবৈধ্য ব্যবসা
বর্তমান সরকার যখন দেশ কে উন্নয়নের মহাসড়কে দেশী বিদেশী ভূয়াসী প্রশংসয় সমাদিত। দেশ কে এরো এক ধাপ এগিয়ে নিতে কাজ করে চলেছে। ঠিক সেই সময় আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দূর্নীতিবাজ দলের ভাবমূর্তী ক্ষুন্ন করছে। তারা দলের নাম ভাঙ্গিয়ে নিজেদের আখের গুছিয়ে চলেছেন। অথচ দলের যে বড় ধরনের ক্ষতি হচ্ছে সে দিকে তার কোন খেয়াল নেই।
তাদের লোকেদের কারনে আজ আওয়ামী লীগের সাধারণ কর্মী ও সমর্থকরা ভোট কেন্দ্রে যায় না। যিনি রুপনগর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তার রয়েছে ফ্রেন্ডস মাল্টিপারপাস লিমিটেড নামক একটি সুদের ব্যবসা।যাহা রুপনগর টিনসেড ৫নম্বর রোড়ের খলিলের বাড়িতে অবস্থিত। এই প্রতিষ্ঠানের তিনি ব্যবস্থাপনা পরিচালক।খোঁজ নিয়ে জানাযায় মাসিক শতকরা পাঁচ হারে সুদের কারবার করেন দলীয় প্রভাব খাটিয়ে সরকারের অনুমোদন বিহীন ভাবে। অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে কোনো অনুমোদন গ্ৰহন করেনি।
এ প্রতিষ্ঠানের তেমন কোন অনুমোদন নাই। এ ছাড়া তিনি নিজে মাদক আশক্ত। মাঝে মাঝে মদ খেয়ে মাতাল অবস্থায় রাতের বেলায় রাস্তায় মাতলামি করার অভিযোগ রয়েছে। তথ্য অনুসন্ধানে জানাযায় তার ছত্রছায়ায় রুপনগর থানার বিভিন্ন স্থানে অভাধে চলছে তুলা আদায়ের রমরমা ব্যবসা।এ সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য তার রয়েছ সন্ত্রসী বাহীনি তার বিরুদ্ধে যদি কেহ মুখ খোলে তাকে পড়তে হয় নানা সমস্যায়। তাদের অপেক্ষা তার বর্তমান পদপদবির পরিবর্তন অথবা সরকারের পরিবর্তন। ফলে এখন কেহ তার বিরুদ্ধে যেতে চায় না।