ট্রল হওয়ায় পরিবার সিনেমা ছাড়তে বলেছিল: বাপ্পি চৌধুরী
ভালোবাসা দিবসকে সামনে রেখে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেশব্যাপী মুক্তি পাচ্ছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। সিনেমাটিতে বাপ্পি অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে।
এরই মাঝে বাপ্পি তার ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনা ও ট্রল হওয়া নিয়ে কথা বলে।বাপ্পি গণমাধ্যমকে জানান, এগুলো নিয়ে আমার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে না, কিন্তু আমার পরিবারের মানুষদের খারাপ লাগে। তারা বিষয়টি নিতে পারেন না। যারা এসব ট্রল করেন, তারা বিষয়টি বোঝেনও না। মানুষের ট্রল করা দেখে পরিবার থেকে আমাকে বলা হয়েছিল, ‘এত কষ্ট করছিস, কিন্তু তোকে নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলছে। কেউ তোর কষ্টটা দেখছে না। ’
এ কারণে পরিবার থেকে আমাকে সিনেমা ছেড়ে দিতেও বলা হয়েছিল। খুব ভালো কাজ পেলে করতে, না পেলে সিনেমা ছেড়ে ব্যবসা করতে বলেছিল। তারপর থেকে আসলে আমি ব্যবসা করবো, এমন চিন্তা মাথায় আনি। আর অভিনয় তো আমার প্যাশনের জায়গা, এটা ছাড়া এতো সহজ নয়।