সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে মোবাইলে সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও সেনবাগ উপজেলা সুলতান প্লাজার সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহবুবুর রহমানকে অজ্ঞাত পরিচয়ে মোবাইল ফোনে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন, গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন।এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন।
কিন্তু বিগত সময়ে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে।আর প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন দেশের সাংবাদিকরা।
এদিকে জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, ঘটনার পর মোবাইলে হুমকিদাতাকে শনাক্ত করার জন্য মাঠে নামে পুলিশ। ইতোমধ্যে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে।খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো।
সুমন ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার,আলমগীর ইউছুফ,সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সাংবাদিক আবু নাছের মঞ্জুসহ আরও অনেকে।
এদিকে সাংবাদিক মাহবুবুর রহমান কে সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে তার নিজ উপজেলা সেনবাগে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান চৌধুরী,আলী আক্কাস রতন,ভিপি দুলাল,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু,সাংবাদিক খোরশেদ আলম,এম এ আউয়াল,ফখরুদ্দিন মোবারকশাহ রিপন,জাহাঙ্গীর আলম,ফিরোজ আলম রিগান,নূর হোসেন সুমন সহ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও প্রথম আলো বন্ধু সভার সদস্যরা অংশগ্রহণ করেন।