বাঁশখালীতে ২৮ শত পিস ইয়াবাসহ গ্রেফতার-২
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে ২৮ শত পিস ইয়াবাসহ গ্রেফতার-২
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ২৮৫০ পিস ইয়াবাসহ ফের গ্রেফতার হয়েছে আরো ২ জন ইয়াবা ব্যবসায়ী। বাঁশখালী থানা পুলিশের চৌকশ একটি টীম উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের চট্টগ্রাম-বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এ ২ জনকে গ্রেফতার করা হয়।
২৩ সেপ্টেম্বর’২১ ইং বৃহস্পতিবার নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিউল কবীরের সার্বিক নির্দেশনায় এসআই আকতারের নেতৃত্বে থানা পুলিশের একটি টীম বাঁশখালী-পেকুয়া সীমান্ত সংলগ্ন বাঁশখালী প্রধান সড়কের ফুটখালী ব্রীজে অবস্থান নিয়ে পেকুয়া থেকে চট্টগ্রাম অভিমূখী সিএনজি থ্রী-হুইলার গাড়ী থামিয়ে যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশী করে ২৮৫০ পিস ইয়াবা সহ হাতে নাতে ২ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে বাঁশখালী থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী ২ জন হচ্ছে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া ৯নং ওয়ার্ড, হৃীলা ইউপিস্থ ৯ নং ওয়ার্ড জাদিমুড়ার নুর মোহাম্মদের ছেলে এবং একই থানার উত্তর লম্বরী হাতিয়ার ঘোনা ২নং ওয়ার্ড এলাকার হোছন আলীর ছেলে সৈয়দ আহমদ (৩২)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির বলেন, পুইছড়ি ফ্রুটখালী ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিয়ান পরিচালনা করে আজ ২৮৫০ পিচ ইয়াবা সহ দুই মাদকচক্রের সদস্যকে আটক করা হয়।
প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে মাঝে মাঝে বড় বড় চালানও পাওয়া যায়। তবে আমরা মাদকের বিরুদ্ধে সব সময় জিরো টল্যারেন্স নীতি অবলম্বন করে অভিযান অভ্যাহত রাখব। গ্রেফতারকৃত ২ ইয়াবা পাচারকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি শফিউল কবির।