আরো...
আইজিপির নাম-পদবি ব্যবহার করে প্রতারণা
আইজিপির নাম, পদবী ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি।
রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ঈমাম হোসেন।
তিনি সাংবাদিকদের জানান, রাজধানীর জিগাতলায় ‘ম্যারিজ ডট কম’ নামের প্রতিষ্ঠানের আড়ালে মোবাইল ফোনে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা করে আসছিল আরিফ মাইনুদ্দিন। প্রতারক আইজিপির ছবি, নাম পদবী ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দফতর, ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের ফোন করে প্রতারিত করে।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে। আরিফ বেসরকারি কুইন্স ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স পাস করেছেন।