প্রযুক্তি

মেসেজিং অ্যাপ উইকর কিনল অ্যামাজন

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ উইকর কিনে নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন স্কিমিডিট লিংকডইনের এক পোস্টে লিখেছেন, ‘অ্যামাজনের মেসেজিং প্ল্যাটফর্ম উইকর কিনে নেওয়ার কারণে আমরা আনন্দিত। আশা করছি, এর মাধ্যমে আমরা ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার করতে পারবো।

স্টিফেন আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিশেষায়িত প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর নিরাপত্তা আরও বাড়াবো।’

উইকর অ্যাপ যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বাজারে সিগন্যালের প্রতিযোগী হিসেবে পরিচিত। ২০১২ সালে এটি চালু করা হয়। ধীরে ধীরে এটি সাংবাদিকসহ বিশিষ্ট মানুষজনের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

উল্লেখ্য, কিছুদিন ধরে অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা দিতে পারছে না। সে প্রসঙ্গে স্টিফেন স্কিমিডিট লেখেন, ‘চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে চাইছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button