সাভারে আসন্ন রথোৎসব ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
সাভারে আসন্ন রথোৎসব ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বৈশ্বিক চলমান করোনা কোভিভ১৯ সংকট কালের মধ্যে, আসন্ন শ্রী শ্রী রথযাত্রা উৎসব -২০২১ ও শ্রীশ্রী পরমেশ্বর ভগবানের শ্রীশ্রী শুভ জন্মাষ্টমী উৎসব সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদৌ স্বাভাবিক প্রক্রিয়ায় করা যাবে কিনা এই নিয়ে শুক্রবার (১৮ জুন-২০২১) সন্ধ্যায় সাভার দক্ষিণ পাড়াস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির (হরির আখড়া) এ সভা অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যনির্বাহী কমিটির উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়।
সরকারের নিয়ম নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা ও পরিস্থিতির উপর নির্ভরতার জোর দেয়া হয়। মন্দির কমিটির কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি বৈদ্য নাথ সাহা,মধুসূদন সাহা ও ভারতী সাহা সহ জানা অজানা বিভিন্ন অসুস্থ ব্যক্তিবর্গের সুস্থতা প্রার্থনা করা হয়।
মন্দির কমিটির, সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের ও ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস সভা পরিচালনা করে।
উক্ত মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাভারের সভাপতি) বরুন কুমার ভৌমিক নয়ন ধর্মীয় মন্ত্রের মাধ্যমে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন।
সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক এবং যেন দ্রুত এই বৈশ্বিক মহামারী সংকটের উত্তরণ ঘটায়। মানুষের জয় হউক।