পাইকগাছা থানা প্রশাসনের হস্তক্ষেপে বিকাশের ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছা থানা প্রশাসনের হস্তক্ষেপে বিকাশের ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার
বিকাশের ভূল নাম্বারে (ভিন্ন নাম্বারে) টাকা চলে যাওয়ার ঘটনায় পাইকগাছা থানায় জিডি পরবর্তী থানা পুলিশের হস্তক্ষেপে উক্ত টাকা উদ্ধার পেয়েছে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবক। সে পাইকগাছা থানার উত্তর গড়েরআবাদ গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে।
খোয়া টাকা উদ্ধার পেয়ে জিডি প্রত্যাহার করে নিয়েছে ওই যুবক। যাহার প্রত্যাহার জিডি নং ৫৯৫, তারিখ ১১/০৬/২১। এর আগে তৌহিদুল ইসলাম তার বিকাশে পাঠানো ৬ হাজার ৫শ টাকা ভুল নাম্বারে চলে যাওয়ায় গত ৩০/০৫/২১ তারিখে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করে যার নাং ১৫৮৩। এরই সুত্র ধরে পুলিশ বিকাশের ওই টাকা উদ্ধার করে মুল মালিক তৌহিদুল ইসলামকে প্রদান করে।
থানায় এ ধরনের একাধিক উদ্ধার তৎপরতা সম্পর্কে ওসি এজাজ শফি জানান, আমাদের পুলিশ আইসিটির উপর খুবই দক্ষ এবং শক্তিশালী। যে কোন বিষয় উদঘাটন কিংবা উদ্ধার তৎপরতায় আমরা সফলতা পেয়েছি। ইতোমধ্যে ভুক্তভোগী অনেক মানুষকে এ ধরনের সেবা দিতে পেরে আমরা আনন্দিত।